Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাতির মৃত্যুতে সঙ্গীদের আহাজারি, মাকে খুঁজে বেড়াচ্ছে শাবকটি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / 18

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় একটি মা হাতির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বাচ্চা হাতিটিকে (শাবক) উদ্ধার করেছে বনবিভাগ। মাতৃহারা হাতির শাবকটি ক্ষণে ক্ষণে মাকে খুঁজে ফিরছে এখন। কোথাও মা-হাতিটি আছে কিনা, এদিক-ওদিক তাকিয়ে দেখছে শাবকটি। এই পুরুষ হাতির শাবকটির স্থান হয়েছে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে। পার্কটির হাতির মাহুত সুশিল চাকমাই এখন এতিম শাবকটির অভিভাবক।

হাতির শাবকটিকে কিছুক্ষণ পরপরই ল্যাকটোজেন দুধ দেওয়া হচ্ছে। ক্ষুধায় ছটফট করা শাবকটি কিছুক্ষণ দুধ পান করে। এরপর আবার এদিক-ওদিক তাকিয়ে মাকে খুঁজছে।

টেকনাফের হোয়াইক্যং বন রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী জানান, গত রবিবার (৫ জানুয়ারি) বিকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফের হোয়াইক্যং বন রেঞ্জের আওতায় গহীন পাহাড়ে একটি মা হাতি শাবকটি প্রসব করে। এরপর পরই মা হাতিটি মাটিতে গড়াগড়ি আর গোঙ্গাতে গোঙ্গাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় ১০/১২টি হাতির পাল মা হাতিটিকে ঘিরে আহাজারিতে মেতেছিল।

ডুলাহাজারা সাফারি পার্কের হাতি লালন-পালনে নিয়োজিত মাহুত জানান, কিছুক্ষণ পরপরই এটি তার মাকে খুঁজে—এটা আমি বুঝতে পারি। আমি তার বেদনা ভুলিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছি। এ জন্য কিছুক্ষণ পর পরই ল্যাকটোজেনের বোতলটা এগিয়ে দিই। সেও নিপল মুখে নিয়ে দুধ পান করে।

রেঞ্জ কর্মকর্তা ভেটেরিনারি চিকিৎসকের বরাত দিয়ে জানান, গত রবিবার (৫ জানুয়ারি) বিকেলে মা হাতিটি প্রসব করেছিল তার প্রথম বাচ্চা। বাচ্চাটি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মোটা হওয়ার কারণে প্রসব বেদনায় মা হাতিটির জরায়ু বেরিয়ে পড়ে। এ কারণে এটি মারা যায় বলে ময়না তদন্তকারী ভেটেরিনারি চিকিৎসকের প্রাথমিক ধারণা।

তিনি জানান, মা হাতিটি মারা যাওয়ার পর শাবকটি উদ্ধার করা হয় রবিবার রাতে। সেই শাবকটি উদ্ধারের পর পরই নিয়ে যাওয়া হয় ডুলাহাজারা সাফারি পার্কে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাতির মৃত্যুতে সঙ্গীদের আহাজারি, মাকে খুঁজে বেড়াচ্ছে শাবকটি

প্রকাশের সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় একটি মা হাতির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বাচ্চা হাতিটিকে (শাবক) উদ্ধার করেছে বনবিভাগ। মাতৃহারা হাতির শাবকটি ক্ষণে ক্ষণে মাকে খুঁজে ফিরছে এখন। কোথাও মা-হাতিটি আছে কিনা, এদিক-ওদিক তাকিয়ে দেখছে শাবকটি। এই পুরুষ হাতির শাবকটির স্থান হয়েছে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে। পার্কটির হাতির মাহুত সুশিল চাকমাই এখন এতিম শাবকটির অভিভাবক।

হাতির শাবকটিকে কিছুক্ষণ পরপরই ল্যাকটোজেন দুধ দেওয়া হচ্ছে। ক্ষুধায় ছটফট করা শাবকটি কিছুক্ষণ দুধ পান করে। এরপর আবার এদিক-ওদিক তাকিয়ে মাকে খুঁজছে।

টেকনাফের হোয়াইক্যং বন রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী জানান, গত রবিবার (৫ জানুয়ারি) বিকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফের হোয়াইক্যং বন রেঞ্জের আওতায় গহীন পাহাড়ে একটি মা হাতি শাবকটি প্রসব করে। এরপর পরই মা হাতিটি মাটিতে গড়াগড়ি আর গোঙ্গাতে গোঙ্গাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় ১০/১২টি হাতির পাল মা হাতিটিকে ঘিরে আহাজারিতে মেতেছিল।

ডুলাহাজারা সাফারি পার্কের হাতি লালন-পালনে নিয়োজিত মাহুত জানান, কিছুক্ষণ পরপরই এটি তার মাকে খুঁজে—এটা আমি বুঝতে পারি। আমি তার বেদনা ভুলিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছি। এ জন্য কিছুক্ষণ পর পরই ল্যাকটোজেনের বোতলটা এগিয়ে দিই। সেও নিপল মুখে নিয়ে দুধ পান করে।

রেঞ্জ কর্মকর্তা ভেটেরিনারি চিকিৎসকের বরাত দিয়ে জানান, গত রবিবার (৫ জানুয়ারি) বিকেলে মা হাতিটি প্রসব করেছিল তার প্রথম বাচ্চা। বাচ্চাটি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মোটা হওয়ার কারণে প্রসব বেদনায় মা হাতিটির জরায়ু বেরিয়ে পড়ে। এ কারণে এটি মারা যায় বলে ময়না তদন্তকারী ভেটেরিনারি চিকিৎসকের প্রাথমিক ধারণা।

তিনি জানান, মা হাতিটি মারা যাওয়ার পর শাবকটি উদ্ধার করা হয় রবিবার রাতে। সেই শাবকটি উদ্ধারের পর পরই নিয়ে যাওয়া হয় ডুলাহাজারা সাফারি পার্কে।