Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেললাইনের পাশে বৃদ্ধার মরদেহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 27

রাজবাড়ী-ঢাকা রেলপথের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশনের অদূরে রেল লাইনের পাশ থেকে সোমবার সকারে আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী জিআরপি থানার পুলিশ। তার পরিচয় জানা যায়নি। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র জানায়, ভোরের আলো ফুটে ওঠার পর মুসল্লীরা মসজিদে নামাজ পড়ে ফেরার পথে রেল লাইনের পাশে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

রাজবাড়ী জিআরপি থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পেটের নাড়িভুড়ি বেরিয়ে গেছে। চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় লোকজন নিহত বৃদ্ধার পরিচয় জানাতে পারেনি। সে ভবঘুরে ধরণের ছিল। বৃদ্ধার পরিচয় শনাক্তের জন্য সিআইডি পুলিশকে খবর পাঠানো হয়েছে। তারা এসে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করতে পারলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নাগলে ময়নাতদন্তের পর আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেললাইনের পাশে বৃদ্ধার মরদেহ

প্রকাশের সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

রাজবাড়ী-ঢাকা রেলপথের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশনের অদূরে রেল লাইনের পাশ থেকে সোমবার সকারে আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী জিআরপি থানার পুলিশ। তার পরিচয় জানা যায়নি। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র জানায়, ভোরের আলো ফুটে ওঠার পর মুসল্লীরা মসজিদে নামাজ পড়ে ফেরার পথে রেল লাইনের পাশে ওই বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

রাজবাড়ী জিআরপি থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পেটের নাড়িভুড়ি বেরিয়ে গেছে। চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় লোকজন নিহত বৃদ্ধার পরিচয় জানাতে পারেনি। সে ভবঘুরে ধরণের ছিল। বৃদ্ধার পরিচয় শনাক্তের জন্য সিআইডি পুলিশকে খবর পাঠানো হয়েছে। তারা এসে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করতে পারলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নাগলে ময়নাতদন্তের পর আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।