Dhaka ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজিমপুর কবরস্থানে সমাহিত প্রবীর মিত্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / 11

এক সময় প্রতিদিন আসতেন কাজের প্রয়োজনে প্রিয় কর্মস্থল প্রাণের বিএফডিসিতে। শুটিং আর ডাবিংয়ের ফাঁকে আড্ডায় মেতে উঠতেন সহকর্মীদের সঙ্গে। আর সোমবার এলেন শেষ বারের মতো। এলেন আর শেষ বিদায়ে সহকর্মীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন। বিএফডিসিতে ফুলেল শ্রদ্ধা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র (হাসান ইমাম)।

দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে প্রবীর মিত্রের মরদেহ আনা হয় বিএফডিসিতে। সেখানকার জহির রায়হান কালার ল্যাব চত্বরে ঘণ্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানায় সহকর্মী, সুহৃদ, স্বজন ও শুভানুধ্যায়ীরা। শুরুতেই শ্রদ্ধা নিবেদন করে চলচ্চিত্র শিল্পী সমিতি।

সমিতির পক্ষে সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শ্রদ্ধা জানান অভিনেতা আলমগীর, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক কায়েস আরজু, বাপ্পী চৌধুরী, মুক্তি প্রমুখ।

এরপর মহাসচিব শাহীন সুমনের নেতৃত্বে শ্রদ্ধা জানায় পরিচালক সমিতি। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক আবুল খায়ের বুলবুল, রেজা হাশমত, শাহাদাৎ হোসেন লিটন, কবিরুল ইসলাম রানা, শাহীন কবির টুটুল, মোস্তাফিজুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পক্ষে সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া, সদস্য মহিব আল হাসান, সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর, রঞ্জু সরকার, মাজহার বাবু প্রমুখ।

আরো শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ প্রযোজক সমিতি, এডিটিরস গিল্ড, চিত্রগ্রাহক এসোসিয়েশন, এনিগমা টিভিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

শ্রদ্ধাঞ্জলী পর্বের আনুষ্ঠানিকতা শেষে বাদ যোহর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে প্রবীর মিত্রকে (হাসান ইমাম) সমাহিত করা হয়।

রবিবার রাত সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বর্ষীয়ান এই অভিনেতা। কিডনি, ডায়াবেটিস, অক্সিজেন স্বল্পতাসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ১৩ দিন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজিমপুর কবরস্থানে সমাহিত প্রবীর মিত্র

প্রকাশের সময় : ০৪:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

এক সময় প্রতিদিন আসতেন কাজের প্রয়োজনে প্রিয় কর্মস্থল প্রাণের বিএফডিসিতে। শুটিং আর ডাবিংয়ের ফাঁকে আড্ডায় মেতে উঠতেন সহকর্মীদের সঙ্গে। আর সোমবার এলেন শেষ বারের মতো। এলেন আর শেষ বিদায়ে সহকর্মীদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন। বিএফডিসিতে ফুলেল শ্রদ্ধা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র (হাসান ইমাম)।

দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে প্রবীর মিত্রের মরদেহ আনা হয় বিএফডিসিতে। সেখানকার জহির রায়হান কালার ল্যাব চত্বরে ঘণ্টাব্যাপী শেষ শ্রদ্ধা জানায় সহকর্মী, সুহৃদ, স্বজন ও শুভানুধ্যায়ীরা। শুরুতেই শ্রদ্ধা নিবেদন করে চলচ্চিত্র শিল্পী সমিতি।

সমিতির পক্ষে সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শ্রদ্ধা জানান অভিনেতা আলমগীর, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক কায়েস আরজু, বাপ্পী চৌধুরী, মুক্তি প্রমুখ।

এরপর মহাসচিব শাহীন সুমনের নেতৃত্বে শ্রদ্ধা জানায় পরিচালক সমিতি। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক আবুল খায়ের বুলবুল, রেজা হাশমত, শাহাদাৎ হোসেন লিটন, কবিরুল ইসলাম রানা, শাহীন কবির টুটুল, মোস্তাফিজুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পক্ষে সাধারণ সম্পাদক রাহাত সাইফুলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভুঁইয়া, সদস্য মহিব আল হাসান, সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তর, রঞ্জু সরকার, মাজহার বাবু প্রমুখ।

আরো শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ প্রযোজক সমিতি, এডিটিরস গিল্ড, চিত্রগ্রাহক এসোসিয়েশন, এনিগমা টিভিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

শ্রদ্ধাঞ্জলী পর্বের আনুষ্ঠানিকতা শেষে বাদ যোহর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে প্রবীর মিত্রকে (হাসান ইমাম) সমাহিত করা হয়।

রবিবার রাত সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বর্ষীয়ান এই অভিনেতা। কিডনি, ডায়াবেটিস, অক্সিজেন স্বল্পতাসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ১৩ দিন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।