Dhaka ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 33

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
রোববার রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের সাদারচরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন শেষে এ কথা বলেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে তিনি প্রশিক্ষণস্থলে অবতরণ করেন। প্রধান উপদেষ্টাকে অভ্যর্ত্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি ওএসপি এসজিপি পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি এনপিপি এনডিসি এনসিসি পিএসসি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিবিপি ওএসপি জিইউপি এনএসডব্লিউসি, পিএসসি এবং জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম এনডিসি এএফডব্লিউসি পিএসসি এমফিল।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুশীলন দেখার পর তাঁর সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রæতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে। তাই আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। তিনি আশা করেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে। তিনি অনুশীলনে অংশগ্রহণকারী সেনাসদস্যদের দক্ষতা ও উঁচুমানের প্রশিক্ষণের প্রশংসা করেন।
এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি ওএসপি এসজিপি পিএসসি রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যগণের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। পরে ওই এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
রোববার রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের সাদারচরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন শেষে এ কথা বলেন তিনি।
দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে তিনি প্রশিক্ষণস্থলে অবতরণ করেন। প্রধান উপদেষ্টাকে অভ্যর্ত্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি ওএসপি এসজিপি পিএসসি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি এনপিপি এনডিসি এনসিসি পিএসসি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিবিপি ওএসপি জিইউপি এনএসডব্লিউসি, পিএসসি এবং জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম এনডিসি এএফডব্লিউসি পিএসসি এমফিল।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুশীলন দেখার পর তাঁর সমাপনী বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রæতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে। তাই আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। তিনি আশা করেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে। তিনি অনুশীলনে অংশগ্রহণকারী সেনাসদস্যদের দক্ষতা ও উঁচুমানের প্রশিক্ষণের প্রশংসা করেন।
এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি ওএসপি এসজিপি পিএসসি রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যগণের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন। পরে ওই এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।