বহরপুর অক্সফোর্ড আইডিয়াল স্কুল এন্ড ক্যাডেট একাডেমিতে বৃত্তি প্রদান
- প্রকাশের সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / 12
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর অক্সফোর্ড আইডিয়াল স্কুল এন্ড ক্যাডেট একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সার্টিফিকেট এবং ২৩ জনকে মেধা তালিকা অনুসারে বৃত্তি প্রদানসহ সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে বহরপুর অক্সফোর্ড আইডিয়াল স্কুলে এন্ড ক্যাডেট একাডেমির পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক শ্রী সঞ্জয় কুমার কুন্ডু, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের প্রভাষক আল বাসেত খোকন, শালমারা নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষানুরাগী শ্রী রঞ্জিত কুমার পাল প্রমুখ। অন্য;ের মাঝে উপস্থিত ছিলেন ক্যাডেট নাঈম, ক্যাডেট সনেট, ক্যাডেট তাহসিন, ক্যাডেট মেহেদী, ক্যাডেট দোলা, ক্যাডেট আরশি, ক্যাডেট লিজা, ক্যাডেট নাবিলা।
বক্তারা বলেন, বহরপুরে অক্সফোর্ড আইডিয়াল স্কুলে এন্ড ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অত্র এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি বে-সরকারি ক্যাডেট কলেজ সমুহে পড়ালেখা করছে।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন অক্সফোর্ড আইডিয়াল স্কুলে এন্ড ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মোঃ মঞ্জুরুল হক।