Dhaka ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেসলিং কিংবদন্তি রে মিস্টেরিও আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৯ জন সংবাদটি পড়েছেন

রেসলিং জগতের অন্যতম কিংবদন্তি রে মিস্টেরিও সিনিয়র মৃত্যুবরণ করেছেন। ২১ ডিসেম্বর মিস্টেরিওর পরিবার ৬৬ বছর বয়সী এই রেসলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

রেসলিং জগতে মিস্টেরিও সিনিয়র হিসেবে পরিচিত হলেও তার আসল নাম মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ। সাম্প্রতিক সময়ে রেসলিংয়ের পরিচিত নাম রে মিস্টেরিওর চাচা তিনি। ১৯৭৬ সালে রেসলিংয়ে ক্যারিয়ার শুরুর পর ২০০৯ সালে নিজের ক্যারিয়ারের ইতি টানেন এই রেসলার।

পেশাদার রেসলিং ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রে মিস্টেরিও সিনিয়র। তার কীর্তিকে এগিয়ে নিয়ে গিয়েছেন ভাইয়ের ছেলে রে মিস্টেরিও। শুরুতে রে মিস্টেরিও জুনিয়র নাম নিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে নাম থেকে জুনিয়র লেখাটা ফেলে রে মিস্টেরিও নামে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রে মিস্টেরিও সিনিয়র ও জুনিয়র মিলে ডব্লিউ ডব্লিউ ই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতেন। যা রেসলিংয়ের রিংয়ে একটি স্মরণীয় মুহূর্ত।

রে মিস্টেরিও সিনিয়রের মৃত্যুতে রেসলিংয়ে লুচা লিব্রা সম্প্রদায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। লুচা লিব্রা এএএ সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করা হয়েছে।

লুচা লিব্রা হলো পেশাদার কুস্তির একটি কৌশল। এখানে অংশগ্রহণকারীরা মুখোশ পরে খেলতে নামেন এবং অ্যাক্রোব্যাটিক কৌশল ব্যবহার করেন। এখানে অংশগ্রহণকারীরা যে মুখোশ ব্যবহার করেন, সেটাও একই ধরনের হয়। এখানে মাথা ঢাকা থাকে। শুধু চোখ, মুখ ও নাক খোলা থাকে।

রেসলিংয়ের সঙ্গে লুচা লিব্রার প্রধান পার্থক্য হলো, লুচা লিব্রা কৌশলে একজনকে অনেক বেশি হাওয়ায় পারফর্ম করতে হয়, এখানে পাওয়ারের থেকেও বেশি কাজে লাগে কৌশল। অন্যদিকে রেসলিংয়ে উল্টোটা হয়। লুচা লিব্রাতে যারা অংশগ্রহণ করেন, উচ্চতা কম হওয়ায় তারা শক্তির চেয়ে কৌশলে নজর দিতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রেসলিং কিংবদন্তি রে মিস্টেরিও আর নেই

প্রকাশের সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

রেসলিং জগতের অন্যতম কিংবদন্তি রে মিস্টেরিও সিনিয়র মৃত্যুবরণ করেছেন। ২১ ডিসেম্বর মিস্টেরিওর পরিবার ৬৬ বছর বয়সী এই রেসলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

রেসলিং জগতে মিস্টেরিও সিনিয়র হিসেবে পরিচিত হলেও তার আসল নাম মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ। সাম্প্রতিক সময়ে রেসলিংয়ের পরিচিত নাম রে মিস্টেরিওর চাচা তিনি। ১৯৭৬ সালে রেসলিংয়ে ক্যারিয়ার শুরুর পর ২০০৯ সালে নিজের ক্যারিয়ারের ইতি টানেন এই রেসলার।

পেশাদার রেসলিং ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রে মিস্টেরিও সিনিয়র। তার কীর্তিকে এগিয়ে নিয়ে গিয়েছেন ভাইয়ের ছেলে রে মিস্টেরিও। শুরুতে রে মিস্টেরিও জুনিয়র নাম নিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে নাম থেকে জুনিয়র লেখাটা ফেলে রে মিস্টেরিও নামে যাত্রা শুরু করেন। ১৯৯৫ সালে রে মিস্টেরিও সিনিয়র ও জুনিয়র মিলে ডব্লিউ ডব্লিউ ই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতেন। যা রেসলিংয়ের রিংয়ে একটি স্মরণীয় মুহূর্ত।

রে মিস্টেরিও সিনিয়রের মৃত্যুতে রেসলিংয়ে লুচা লিব্রা সম্প্রদায় বড় ধরনের ধাক্কা খেয়েছে। লুচা লিব্রা এএএ সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শোক প্রকাশ করা হয়েছে।

লুচা লিব্রা হলো পেশাদার কুস্তির একটি কৌশল। এখানে অংশগ্রহণকারীরা মুখোশ পরে খেলতে নামেন এবং অ্যাক্রোব্যাটিক কৌশল ব্যবহার করেন। এখানে অংশগ্রহণকারীরা যে মুখোশ ব্যবহার করেন, সেটাও একই ধরনের হয়। এখানে মাথা ঢাকা থাকে। শুধু চোখ, মুখ ও নাক খোলা থাকে।

রেসলিংয়ের সঙ্গে লুচা লিব্রার প্রধান পার্থক্য হলো, লুচা লিব্রা কৌশলে একজনকে অনেক বেশি হাওয়ায় পারফর্ম করতে হয়, এখানে পাওয়ারের থেকেও বেশি কাজে লাগে কৌশল। অন্যদিকে রেসলিংয়ে উল্টোটা হয়। লুচা লিব্রাতে যারা অংশগ্রহণ করেন, উচ্চতা কম হওয়ায় তারা শক্তির চেয়ে কৌশলে নজর দিতে পারেন।