Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র চেষ্টা, সাড়া না মিললে অভিযান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৯ জন সংবাদটি পড়েছেন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। সমঝোতা না হলে যৌথভাবে অভিযানের চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। যদি এই পলিসি ব্যর্থ হয় তাহলে যৌথভাবে অভিযান চালানোর চিন্তাভাবনা করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংকের ভিতরে তিনজন ডাকাত অবস্থান করছে বলে জানা গেছে। ব্যাংকের আশেপাশে সম্পূর্ণ জায়গা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। উপস্থিত জনসাধারণকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

দুপুরের দিকে ডাকাত সদস্যরা ব্যাংকে প্রবেশ করেন। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজা বন্ধ করে দেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংক ঘিরে ফেলেন।

একটি সূত্র জানায়, ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ আছেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক থাকতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র চেষ্টা, সাড়া না মিললে অভিযান

প্রকাশের সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। সমঝোতা না হলে যৌথভাবে অভিযানের চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। যদি এই পলিসি ব্যর্থ হয় তাহলে যৌথভাবে অভিযান চালানোর চিন্তাভাবনা করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংকের ভিতরে তিনজন ডাকাত অবস্থান করছে বলে জানা গেছে। ব্যাংকের আশেপাশে সম্পূর্ণ জায়গা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। উপস্থিত জনসাধারণকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

দুপুরের দিকে ডাকাত সদস্যরা ব্যাংকে প্রবেশ করেন। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজা বন্ধ করে দেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংক ঘিরে ফেলেন।

একটি সূত্র জানায়, ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ ১০ থেকে ১২ জন স্টাফ আছেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক থাকতে পারেন।