Dhaka ০২:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে কোচিং সেন্টার ১৭ দিন বন্ধ থাকবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৬ জন সংবাদটি পড়েছেন

 

আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসসহ গুজব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে। এ বছর এখনও আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে মেডিকেল ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

অফলাইন ও অনলাইন দুই ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে ডা. রুবীনা ইয়াসমীন আরও বলেন, ওই সময়ে অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। এমনকি পরীক্ষাও নেওয়া যাবে না। কারও বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন এরই মধ্যে শুরু হয়েছে। যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে কারণে কোচিং সেন্টার ১৭ দিন বন্ধ থাকবে

প্রকাশের সময় : ১১:১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

 

আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসসহ গুজব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে। এ বছর এখনও আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে মেডিকেল ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

অফলাইন ও অনলাইন দুই ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে ডা. রুবীনা ইয়াসমীন আরও বলেন, ওই সময়ে অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। এমনকি পরীক্ষাও নেওয়া যাবে না। কারও বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদন এরই মধ্যে শুরু হয়েছে। যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।