ঘরে বসেই থাইল্যান্ডের ভিসা পাবেন বাংলাদেশিরা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ১০৩২ জন সংবাদটি পড়েছেন
আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের পাসপোর্টধারীরা ই-ভিসার আবেদন করতে পারবেন। এর ফলে পাসপোর্ট জমা দেওয়া ছাড়াই অনলাইনের মাধ্যমে ঘরে বসে নেওয়া যাবে থাইল্যান্ডের ভিসা। নতুন বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের ই-ভিসা দেবে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস।
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায় ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে এবং ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। সুতরাং পাসপোর্ট জমা দেওয়ার কোনো কারণ নেই।
বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।
Tag :