গোয়ালন্দে গণঅভ্যুথানে আহত ও শহীদদের স্মরণে সভা
- প্রকাশের সময় : ০৬:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ১০২৫ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল এগারোটায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সঞ্চলনায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার প্রদীপ, উপজেলা সমাজ সেবা কর্মক্রতা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবীর হোসেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে গোয়ালন্দ উপজেলায় মোট ৮জন আহত হয়েছেন। তারা তাদের বিভিন্ন ধরনের সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন। পরে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন।