Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / ১০২৩ জন সংবাদটি পড়েছেন

 পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে রাজবাড়ীতে স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য়  আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত লতিফ কাজী রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে। নিহত বিউটি বেগম (৩০) মহিষবাথান গ্রামের বিল্লাল মোল্লার মেয়ে। লতিফ ও বিউটি দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়,  বিল্লাল মোল্লার মেয়ে বিউটি বেগমর সাথে বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে লতিফ কাজীর সাথে ১২ বছর আগে  বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়েকে মানসিক ও শারিরীক নির্যাতন করতে থাকে স্বামী লতিফ কাজী। ২০২৩ সালের ১৮ জানুয়ারী তারিখে হত্যার আগের দিন ঝগড়া ও কথা কাথাকাটি হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। ১৯ জানুয়ারী তারিখে  জেলা সদরের বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে মেয়ের স্বামীর বাড়িতে তার মেয়েকে রাত নয়টার দিকে তার দুই সন্তান ঘুমিয়ে পরার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পরে নির্মম ভাবে গলা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এব্যাপারে মেয়ের বাবা রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে  দীর্ঘ শুনানি শেষে আদালত আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে ন। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। চাঞ্চল্যকর হত্যাকান্ডের বিচারের রায়ে রাষ্ট্রপক্ষ সুষ্ঠু বিচার হয়েছে বলে মনে করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০৬:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

 পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে রাজবাড়ীতে স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য়  আদালতের বিচারক সৈয়দ সিরাজ জিন্নাত এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত লতিফ কাজী রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বার্থা গ্রামের মৃত মতিয়ার কাজীর ছেলে। নিহত বিউটি বেগম (৩০) মহিষবাথান গ্রামের বিল্লাল মোল্লার মেয়ে। লতিফ ও বিউটি দম্পতির এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা যায়,  বিল্লাল মোল্লার মেয়ে বিউটি বেগমর সাথে বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের মতিয়ার কাজীর ছেলে লতিফ কাজীর সাথে ১২ বছর আগে  বিয়ে হয়। বিয়ের পর থেকে তার মেয়েকে মানসিক ও শারিরীক নির্যাতন করতে থাকে স্বামী লতিফ কাজী। ২০২৩ সালের ১৮ জানুয়ারী তারিখে হত্যার আগের দিন ঝগড়া ও কথা কাথাকাটি হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। ১৯ জানুয়ারী তারিখে  জেলা সদরের বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে মেয়ের স্বামীর বাড়িতে তার মেয়েকে রাত নয়টার দিকে তার দুই সন্তান ঘুমিয়ে পরার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পরে নির্মম ভাবে গলা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। এব্যাপারে মেয়ের বাবা রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে  দীর্ঘ শুনানি শেষে আদালত আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেছে ন। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। চাঞ্চল্যকর হত্যাকান্ডের বিচারের রায়ে রাষ্ট্রপক্ষ সুষ্ঠু বিচার হয়েছে বলে মনে করে।