গ্রেপ্তার ৪ \ বন্দুক উদ্ধার
প্রবাসী স্বামীর নির্দেশে রোজিনাকে খুন করে ভাড়াটেরা
- প্রকাশের সময় : ০৬:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ১১১৭ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামে গৃহবধূ রোজিনা বেগম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পাংশা থানার পুলিশ। পারিবারিক কলহের জের ধরে প্রবাসী স্বামীর নির্দেশে ভাড়াটে খুনীরা গৃহবধূ রোজিনাকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক। গ্রেপ্তারকৃতরা হলো একই ইউনিয়নের নাওড়া বনগ্রামের মৃত শশধর বিশ^াসের ছেলে তুৃষার বিশ^াস, নিভা গ্রামের মৃত ছাদেক আলী মন্ডলের ছেলে হারেজ আলী মন্ডল ও কামাল মন্ডলের ছেলে তুহিন মন্ডল এবং চৌরাপাড়া গ্রামের সুরোত আলী শেখের ছেলে তুহিন মন্ডল। নিহত রোজিনা পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ৮ ফেব্রæয়ারি তারিখ দিবাগত রাতে পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের একটি বাঁশ বাগান থেকে রোজিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তে জানা যায়, রোজিনার স্বামী দেশে থাকতে তাদের দাম্পত্য কলহ চলছিল। একারণে স্বামী লিটন শেখ রোজিনাকে হত্যার জন্য কয়েকজন ব্যক্তিকে ভাড়া করে। ওই দিন রাতে রোজিনা তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলছিল। স্বামী লিটন শেখ তার স্ত্রী রোজিনাকে ঘরের বাইরে যেতে বলে। রোজিনা ঘর থেকে বের হতেই ভাড়াটে খুনীরা অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির দক্ষিণ দিকে বাঁশ বাগানে নিয়ে গলায় ওড়না পেচিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার আগে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাকে তার বাড়ি থেকে ঘটনাস্থলে নেওয়ার সময় যে অস্ত্রটি ব্যবহার করেছিল সেই একনলা বন্দুকটি উদ্ধার করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।