Dhaka ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১০ টাকায় ব্যাগভর্তি বাজার!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১০৩৮ জন সংবাদটি পড়েছেন

মাত্র ১০ টাকায় চাল, ডাল, তেল, ডিম, মাছ, ব্রয়লার মুরগিসহ ১০ টি পণ্য ক্রয় করেছে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ। মাত্র ১০ টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনতে পেরে দারুন খুশি তাঁরা। স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হল রুম থেকে ২১০টি হতদরিদ্র পরিবার এসব পণ্য কেনার সুযোগ পায়। যেখানে তিন কেজি চাল এক টাকা এবং বাকী সব পণ্য এক টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান পিয়াল, সহকারী কমিশধনার (ভ‚মি) হুমায়রা সুলতানা উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী হাজেরা বেগম জানান, দশ টাকায় এতগুলো জিনিস কিনতে পারবেন ভাবতে পারেননি। তিনি বলেন, যখন ছোট ছিলাম তখন বাবাকে দেখতাম এক টাকা কেজিতে চাল কিনতে। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি। চাল ছাড়াও ডাল, ডিম, মুরগি, চিনিও কিনেছি দশ টাকায়। দশ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।

কণা খাতুন বলেন, ১০ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে এক হাজার টাকার বেশি লাগতো। সেখানে মাত্র দশ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।

মনির শেখ বলেন, ১০ টাকা দিয়ে এই যুগে এত কিছু পাবো ভাবতেও পারি নাই। মনের ভিতর খুবই শান্তি লাগছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, রোজার মাসে নিত্যপণ্েযর দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এজন্য তারা এই উদ্যোগ নিয়েছে। সারা দেশে ২০ হাজার পরিবার এই বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য ক্রয় করতে পারবে। তাদর এই কার্যক্রম অব্যহত থাকবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রোজার মাস উপলক্ষ্যে প্রতি বছরের মত বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এই আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকান্ডকে স্বাগত জানাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাত্র ১০ টাকায় ব্যাগভর্তি বাজার!

প্রকাশের সময় : ০৯:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

মাত্র ১০ টাকায় চাল, ডাল, তেল, ডিম, মাছ, ব্রয়লার মুরগিসহ ১০ টি পণ্য ক্রয় করেছে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষ। মাত্র ১০ টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনতে পেরে দারুন খুশি তাঁরা। স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হল রুম থেকে ২১০টি হতদরিদ্র পরিবার এসব পণ্য কেনার সুযোগ পায়। যেখানে তিন কেজি চাল এক টাকা এবং বাকী সব পণ্য এক টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান পিয়াল, সহকারী কমিশধনার (ভ‚মি) হুমায়রা সুলতানা উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী হাজেরা বেগম জানান, দশ টাকায় এতগুলো জিনিস কিনতে পারবেন ভাবতে পারেননি। তিনি বলেন, যখন ছোট ছিলাম তখন বাবাকে দেখতাম এক টাকা কেজিতে চাল কিনতে। আজ আমি এক টাকা কেজিতে চাল কিনেছি। চাল ছাড়াও ডাল, ডিম, মুরগি, চিনিও কিনেছি দশ টাকায়। দশ টাকায় এতগুলো জিনিস কিনতে পেরে খুবই খুশি আমি।

কণা খাতুন বলেন, ১০ টাকায় অনেকগুলো জিনিস কিনেছি। এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে এক হাজার টাকার বেশি লাগতো। সেখানে মাত্র দশ টাকায় কিনতে পেরে খুবই ভালো লাগছে।

মনির শেখ বলেন, ১০ টাকা দিয়ে এই যুগে এত কিছু পাবো ভাবতেও পারি নাই। মনের ভিতর খুবই শান্তি লাগছে।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, রোজার মাসে নিত্যপণ্েযর দাম বেড়ে যায়। সে সময় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে। এজন্য তারা এই উদ্যোগ নিয়েছে। সারা দেশে ২০ হাজার পরিবার এই বাজার থেকে ১০ টাকায় তাদের নিত্যপণ্য ক্রয় করতে পারবে। তাদর এই কার্যক্রম অব্যহত থাকবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রোজার মাস উপলক্ষ্যে প্রতি বছরের মত বিদ্যানন্দ ফাউন্ডেশন এবারও এই আয়োজন করেছে। আমরা তাদের এই কর্মকান্ডকে স্বাগত জানাই।