পোকা দমনে আলোর ফাঁদ স্থাপন
- প্রকাশের সময় : ০৯:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১১২১ জন সংবাদটি পড়েছেন
বালাই ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধানের উপকারী ও অপকারী পোকা শনাক্তকরণে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে সোমবার রাতে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রসূল, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) আবু মাসুদ সিদ্দিকী, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এম. আসাদুজ্জামান অভি, আলীপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফজলুল হকসহ স্থানীয় কৃষকগণ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় এবছর আমন মৌসুমে ১৪ হাজার ৭৬৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। কিছু পোকা ধানের জন্য মারাত্মক ক্ষতিকর। আলোর ফাঁদে এসব পোকা সহজেই ধরা পড়ে।