রাজবাড়ী-ঢাকা রেলপথে ৪টি ট্রেন দাবি করে এমপিকে স্মারকলিপি নাগরিক কমিটির
- প্রকাশের সময় : ০৮:৪১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১১৪২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী-ঢাকা রেলপথে চারটি ট্রেন চলাচলের দাবি করে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিক কমিটি, রাজবাড়ী। রোববার রাতে এমপির নিজ বাসভবনে গিয়ে তার সাথে মতবিনিময়ের পর এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রেলের শহর হিসেবে রাজবাড়ী পরিচিত। পদ্মা নদীবেষ্টিত রাজবাড়ী জেলা ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পদ্মা সেতু চালু হলেও পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ী জেলা তার সুফল থেকে বঞ্চিত। আগামী ১০ অক্টোবর থেকে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু কথা রয়েছে। রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল রয়েছে। একারণে রাজবাড়ীর আপামর জনসাধারণের পক্ষ থেকে রাজবাড়ী থেকে ঢাকা পর্যন্ত অন্ততঃ চারটি ট্রেন চলাচলের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
সংগঠনটির প্রস্তাবনায় রয়েছে; বর্তমানে রাজবাড়ী এক্সপ্রেস নামক মেইল ট্রেনটি রাজবাড়ী-ভাঙ্গা পর্যন্ত দুবার চলাচল করে। এই ট্রেনটিকে রাজবাড়ী-ঢাকা-রাজবাড়ী করা, রাজশাহী-ভাঙ্গা চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া, বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী বঙ্গবন্ধু সেতু হয়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের রুট পরিবর্তন করে রাজবাড়ীর উপর দিয়ে যাওয়া এবং খুলনা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির রুট পরিবর্তন করে রাজবাড়ীর উপর দিয়ে যাওয়া।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী নাগরিক কমিটির দাবি বাস্তবায়নের আশ^াস দিয়ে বলেন, বিষয়টি নিয়ে তিনি গুরুত্ব এবং আন্তরিকতার সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন।
এসময় নাগরিক কমিটি, রাজবাড়ীর সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, সহ সভাপতি আব্দুস সামাদ, মুনীরুল হক, আরবান আলী, কমল কান্তি সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক মহিতুজ্জামান বেলাল, সংগঠনের নেতা অরুণ কুমার সরকার, আইন সম্পাদক অ্যড. মাহবুব রহমান, সাংগঠনিক সম্পাদক জেমস হালদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌমিত্র শীল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এজাজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।