প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৮:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১১০১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সাংবাদিকদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার বেলা ১১টায় পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশে তারা এ প্রতিবাদ জানান। একই সাথে তার শাস্তিরও দাবি করেন। পরে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
‘রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন দৈনিক আমাদের রাজবাড়ীর প্রকাশক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সিনিয়র সাংবাদিক আবু মুসা বিশ^াস, রাজবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি মোশারফ হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাক, সাধারণ সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহমেদ, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস, কালের কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার, বালিয়াকান্দি রিপোর্টাস ক্লাবের সভাপতি সনজিৎ দাস, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল জুতা পায়ে ও হাসি দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছিলেন। বিষয়টি নিয়ে নিউজ করায় তিনি সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদারকে ফোন করে সাংবাদিকদের উদ্দেশ্য করে যেভাবে গালিগালাজ করেছেন তা কিছুতেই মেনে নেওয়া যায়না। মেয়রের পদে থেকে তিনি সভ্যতার সীমা লঙ্ঘন করেছেন। এই ঘটনার অবশ্যই বিচার হওয়া উচিত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
মানববন্ধন ও সমাবেশ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয় শোক দিবসে জুতা পায়ে গোয়ালন্দ পৌর মেয়র জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বিষয়টি নিয়ে সমকালের অনলাইনে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদারের সাথে দুর্ব্যবহার ও সাংবাদিকদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল।