রাজবাড়ী স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল
- প্রকাশের সময় : ১০:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১০৯৬ জন সংবাদটি পড়েছেন
ক্রীড়া প্রতি জাহিদ আহসান রাসেল এমপি শুক্রবার বিকেলে রাজবাড়ী কাজী হেদায়ে হোসেন স্টেডিয়াম পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে স্টেডিয়ামের প্রশিক্ষণ কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ী স্টেডিয়ামাটি দেখে খুবই মর্মাহত হয়েছি। এটি যেভাবে থাকার কথা ছিল সেভাবে নেই। খারাপ অবস্থায় আছে। আগে জানলে হয়তো এটির উন্নয়নে উদ্যোগ নেওয়া যেত। চেষ্টা করবো কীভাবে স্টেডিয়ামটিকে আধুনিকায়ন করা যায়। স্টেডিয়ামের উন্নয়নে প্রকল্প পাশ করার জন্য যা করণীয় করবেন।
তিনি আরও বলেন, ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড সবই বঙ্গবন্ধুর হাত দিয়ে তৈরি। খেলোয়াড়রা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য যেন দ্বারে দ্বারে ঘুরতে না হয় এজন্য বঙ্গবন্ধু মৃত্যুর মাত্র ৯ দিন আগে ১৯৭৫ সালের ৬ আগস্ট খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছিলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।