চার প্রতিষ্ঠানের জরিমানা
- প্রকাশের সময় : ০৭:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১১৪৩ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে চারটে প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই ) সকালে জেলার গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা ও দৌলতদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী, ঔষধ ও খাদ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর যথাক্রমে; ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে দৌলতদিয়া বাজারের মেসার্স পল্লীবন্ধু ফার্মেসিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা, মেসার্স সজীব ড্রাগ হাউস ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা ও পৌর জামতলা বাজারের মান্নান মাস্টার ফার্মেসিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধ প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও পৌর জামতলা বাজারের মেসার্স মন্ডল ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৫ ধারা লংঘব জনিত কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ ও গোয়ালন্দ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর অংশগ্রহণ করেন।