কালুখালীতে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ১১৫৩ জন সংবাদটি পড়েছেন
ভাটিয়াপাড়া-কালুখালী রেলপথের রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় আবির মন্ডল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের লিটন মন্ডলের ছেলে। চলতি বছর স্থানীয় সূর্যদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এক আত্মীয় বাড়িতে যাচ্ছিল সে। বাড়ি থেকে দুইশ গজ দূরে ভাটিয়াপাড়া- কালুখালী রেলপথে অবৈধভাবে গড়ে ওঠা রেলক্রসিং পার হওয়ার সময় গোবরা থেকে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
Tag :