Dhaka ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে আগুনে পুড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / ১১৩০ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের জয়রামপুর গ্রামে আগুনে পুড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো একই গ্রামের ইকরাম আলী শেখের ছেলে হাসান শেখ (৫) ও মো. বাবু বিশ^াসের ছেলে হুসাইফ (৮)।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশি চার শিশু খেলতে খেলতে ইকরাম শেখের খুপড়ি ঘরে যায়। হঠাৎ বিকট শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভায় ও দগ্ধ দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আগুনে ইকরাম শেখের ঘরটি পুড়ে গেছে।
মাঝবাড়ি ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রতিবেশি চার শিশু খেলতে খেলতে দিনমজুর ইকরাম আলীর খুপড়ি ঘরে প্রবেশ করে। ওই ঘরে ছিল লাকড়ি, পাট ও একটি গ্যাসের চুলা। হঠাৎই দাউ দাউ করে আগুন জ¦লে উঠলে দুই শিশু দৌড়ে চলে যায়। হাসান ও হুসাইফ ভয়ে দরজা বন্ধ করে আগুন নেভানোর চেষ্টা করে। তার ধারণা, যে কোনোভাবেই হোক খেলাচ্ছলে ওই দুই শিশু আগুন জ¦ালিয়েছিল। একারণে তারা ভয় পেয়েছে। আগুনের ধোয়া ও শব্দে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভিয়ে বেড়া কেটে দুই শিশুকে দগ্ধ অবস্থায় বের করে। আশঙ্কাজনক অবস্থায় হাসানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর শিশু হুসাইফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকাল ১০টায় নিহত দুই শিশুর জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মিলন হোসেন জানান, মাঝবাড়িতে অগ্নিকান্ডের কোনো মেসেজ তারা পাননি। তাই ঘটনাস্থলেও যাননি।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব জানান, নিহত দুই শিশুর পরিবারকে সরকারি তহবিল থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে আগুনে পুড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের জয়রামপুর গ্রামে আগুনে পুড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো একই গ্রামের ইকরাম আলী শেখের ছেলে হাসান শেখ (৫) ও মো. বাবু বিশ^াসের ছেলে হুসাইফ (৮)।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশি চার শিশু খেলতে খেলতে ইকরাম শেখের খুপড়ি ঘরে যায়। হঠাৎ বিকট শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভায় ও দগ্ধ দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আগুনে ইকরাম শেখের ঘরটি পুড়ে গেছে।
মাঝবাড়ি ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রতিবেশি চার শিশু খেলতে খেলতে দিনমজুর ইকরাম আলীর খুপড়ি ঘরে প্রবেশ করে। ওই ঘরে ছিল লাকড়ি, পাট ও একটি গ্যাসের চুলা। হঠাৎই দাউ দাউ করে আগুন জ¦লে উঠলে দুই শিশু দৌড়ে চলে যায়। হাসান ও হুসাইফ ভয়ে দরজা বন্ধ করে আগুন নেভানোর চেষ্টা করে। তার ধারণা, যে কোনোভাবেই হোক খেলাচ্ছলে ওই দুই শিশু আগুন জ¦ালিয়েছিল। একারণে তারা ভয় পেয়েছে। আগুনের ধোয়া ও শব্দে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিভিয়ে বেড়া কেটে দুই শিশুকে দগ্ধ অবস্থায় বের করে। আশঙ্কাজনক অবস্থায় হাসানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর শিশু হুসাইফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকাল ১০টায় নিহত দুই শিশুর জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মিলন হোসেন জানান, মাঝবাড়িতে অগ্নিকান্ডের কোনো মেসেজ তারা পাননি। তাই ঘটনাস্থলেও যাননি।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব জানান, নিহত দুই শিশুর পরিবারকে সরকারি তহবিল থেকে আর্থিক সহযোগিতা করা হবে।