ফসলের সাথে এ কী শত্রুতা!
- প্রকাশের সময় : ০৮:৩২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- / ১১৪১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামে রবিউল মোল্লা নামে এক কৃষকের ৩০ শতাংশ জমির পেঁয়াজের বীজতলা বিষ দিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে কৃষক রবিউলের পাঁচ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে। রবিউল একই গ্রামের সাইদ মোল্লার ছেলে।
ক্ষতিগ্রস্ত রবিউল মোল্লা জানান, ৩০ শতাংশ জমি বর্গা নিয়ে উচ্চ ফলনশীল জাতের সাত কেজি পেঁয়াজের বীজ বপণ করেছিলেন। প্রতি কেজি ১২ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকার বীজ কিনেছিলেন তিনি। এরপর প্রচন্ড পরিশ্রম করেছেন। বীজতলার চারাগুলো বেশ বড় হয়ে রোপণের উপযোগী ওঠে। শুক্রবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব চারা মরে পড়ে আছে। পচানো ওষুধ দিয়ে সবগুলো পেঁয়াজের চারা নষ্ট করে দিয়েছে। এতে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রæতার জের ধরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে যারা তাকে মাঝে মধ্যেই হুমকি ধমকি দেয় তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তার।
বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।