রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- প্রকাশের সময় : ০৯:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ১১২৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। বিকেলে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত¡রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের জেলা সভাপতি ডা. সুনীল কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, অ্যড. মাহবুব রহমান, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বপন কুমার দাস। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবী স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এছাড়া রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় শহরের লোকোশেড বধ্যভ‚মিতে মোমবাতি প্রজ¦¦লন, আলোচনা ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।