মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
রাজবাড়ীতে গত ১০ মাসে নানাভাবে নির্যাতনের শিকার ১৪৬ জন নারী
- প্রকাশের সময় : ১০:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১১৫৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে ১৪৬ জন নারী। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শনিবার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের রাজবাড়ী শাখার সভাপতি ডা. পূর্ণিমা দত্ত।
নারী নির্যাতনের চিত্র তুলে ধরা জানানো হয়, ১০ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৪টি, নারী ও শিশু নির্যাতন ৫৪টি, নারী শিশু খুন হয়েছে ২১টি, অপহরণের ঘটনা ঘটেছে ১০টি। বিভিন্ন গণমাধ্যতে প্রকাশিত ও প্রচারিত সংবাদের সূত্র ধরে এ তথ্য জানানো হয়। এছাড়া এসময়ের মধ্যে রাজবাড়ীর আদালতে যৌতুক মামলা দায়ের হয়েছে ৬৩৩টি, নারী ও শিশু মামলা চলমান আছে ৩৪১টি এবং মানব পাচার মামলা হয়েছে ১১টি।
সংবাদ সম্মেলনে নারী নির্যাতন প্রতিরোধ করতে বেশ কিছু সুপারিশমালা তুলে ধরে সভাপতির বক্তব্যে ডা. পূর্ণিমা দত্ত বলেন, নারীরা সর্বক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। কোনো কিছুতেই নারীরা পিছিয়ে নেই। বেগম রোকেয়া বলেছিলেন নারীদের বাইরে যাওয়ার অধিকার দিলে তারা বিমানও চালাতে পারবে। আজ তার সে কথা প্রমাণি]ত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো নারীদের কোথাও সমদৃষ্টিতে দেখা হয়না। বৈষম্য, নির্যাতন, বঞ্চনা এসব বন্ধে সবাইকে সচেতন হতে হবে, সচেতন করতে হবে।
অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার, কার্যনির্বাহী সদস্য অ্যড. নাজমা সুলতানা, সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা দাস, নুরতাজ তাজিয়া, নমিতা দাস, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, কালেক কন্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রথম আলো প্রতিনিধি এজাজ আহমেদ প্রমুখ।