রাজবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১১৫৬ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীতে ২০২২–২৩ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ১৩ হাজার ২শ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে ২ হাজার ১শ জন কৃষকদের মাঝে গম, ভুট্টা, সরিষা, সূর্য্যমূখি, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের বীজ এবং এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে সকল কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী–১ আসনের এমপি কাজী কেরামত আলী।
Tag :