Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক

নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ১২১৮ জন সংবাদটি পড়েছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার নানা আয়োজনে পালিত হয়েছে। দিনটি শেখ রাসেল দিবস হিসেবে গত বছর থেকে পালিত হয়ে আসছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজিত শেখ রাসেল দিবস ২০২২ উদযাপনের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে রাজবাড়ী জেলা সংযুক্ত ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করেন আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। অতঃপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়সহ জেলার সকল সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্যরা যথাযথ মর্যাদায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী; ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও অন্যান্যরা। আলোচনা সভা শেষে দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক

নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

প্রকাশের সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার নানা আয়োজনে পালিত হয়েছে। দিনটি শেখ রাসেল দিবস হিসেবে গত বছর থেকে পালিত হয়ে আসছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজিত শেখ রাসেল দিবস ২০২২ উদযাপনের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে রাজবাড়ী জেলা সংযুক্ত ছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করেন আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। অতঃপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়সহ জেলার সকল সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্যরা যথাযথ মর্যাদায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু কায়সার খান, জেলা প্রশাসক, রাজবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী; ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বীর মুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও অন্যান্যরা। আলোচনা সভা শেষে দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।