রাজবাড়ীতে ২ জেলের কারাদন্ড
- প্রকাশের সময় : ০৯:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১২৬৩ জন সংবাদটি পড়েছেন
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে মঙ্গলবার দুই জেলেকে ১০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: সাইদুল ইসলাম পরিচালনা করেন।
জানা গেছে,
মা ইলিশ সংরক্ষণ অভিযানে ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২০২২ পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ।
এ কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী জেলার সদর উপজেলার অন্তর্গত পদ্মা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিযানে আরও অংশ নেন মোস্তফা আল রাজীব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল।
নিষিদ্ধ সময়ে মাছ আহরণ করার অপরাধে ২ দুই জন জেলের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়।