জেলা পরিষদ নির্বাচন
রাজবাড়ীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরুজের জয়লাভ
- প্রকাশের সময় : ০৮:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১২৬৮ জন সংবাদটি পড়েছেন
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম শফিকুল মোর্শেদ আরুজ (তালগাছ) ৪২৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) পেয়েছেন ১৩৮ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটো (আনারস) ২৮ ভোট পেয়েছেন। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত জেলার পাঁচটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে নির্বাচন কমিশন অনুমোদিত ব্যক্তি ও ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ভোটারদের কেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশী করতে দেখা গেছে। মোবাইল ফোন নিয়ে কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি। পাংশা উপজেলা কেন্দ্রে গিয়ে দেখা যায়, র্যাব, পুলিশ, আনসার ও বিজিবির সমন্বয়ে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জেলার পাঁচটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোট দিতে আসা জনপ্রতিনিধিরা ইভিএম এ ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচনে সদস্য পদে বিজয়ীরা হলেন ১ নং ওয়ার্ড রাজবাড়ী সদরে আজম মন্ডল, ২ নং ওয়ার্ড গোয়ালন্দে ইউনুস আলী মোল্লা, ৩ নং ওয়ার্ড পাংশায় গোবিন্দ কুন্ডু, ৪ নং ওয়ার্ড বালিয়াকান্দিতে আব্দুল বারিক বিশ^াস এবং ৫ নং ওয়ার্ড কালুখালীতে ইউসুফ হোসেন। রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত নারী আসনে জয়লাভ করেছেন সাহানা বেগম। পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী নিয়ে সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আগেই নির্বাচিত হয়েছেন সফুরা বেগম।