নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১২৪৯ জন সংবাদটি পড়েছেন
শোভাযাত্রা, আলোচনা সভা, মহড়াসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা’।
সকালে জেলা প্রশাসনের কার্যালয় চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক আব্দুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা প্রমুখ।
সবশেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকান্ড ও ভ‚মিকম্প বিষয়ক একটি মহড়া প্রদর্শন করে।