Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গুম প্রতিরোধ দিবসে বিএনপির মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ১১৫২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন আজাদী ময়দানে অনুষ্ঠিত মানববন্ধনে  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এসময় এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যড. কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু প্রমুখ।

অ্যড. লিয়াকত আলী বলেন, যদি দেশে  আইনের শাসন থাকে। সুষ্ঠু পরিবেশ থাকে। গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। সুশৃঙ্খল রাষ্ট্র হয়। তাহলে দেশের একজন নাগরিক গুম হয়ে যাবে তাকে পাওয়া যাবে না- এটা কিছুতেই হতে পারেনা। এর জবাব সরকারকেই দিতে হবে। তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি বিরোধীদলের নেতাদের দমন করার জন্য যেখানে নিয়ে টর্চার করা হচ্ছে। তার নাম দেওয়া হয়েছে আয়নাঘর। এই আয়নাঘরের হদিস  বের করতে  হবে।

বক্তারা বলেন, সরকার বিএনপিকে ধ্বংস  করার জন্য গুম খুনের রাজনীতি করছে। এ অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করতে হবে।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি  রাজবাড়ী প্রেসক্লাবের সামনে  হওয়ার কথা ছিল। পুলিশি বাধায় তারা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গুম প্রতিরোধ দিবসে বিএনপির মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

জনতার আদালত অনলাইন ॥

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন আজাদী ময়দানে অনুষ্ঠিত মানববন্ধনে  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এসময় এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যড. কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু প্রমুখ।

অ্যড. লিয়াকত আলী বলেন, যদি দেশে  আইনের শাসন থাকে। সুষ্ঠু পরিবেশ থাকে। গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। সুশৃঙ্খল রাষ্ট্র হয়। তাহলে দেশের একজন নাগরিক গুম হয়ে যাবে তাকে পাওয়া যাবে না- এটা কিছুতেই হতে পারেনা। এর জবাব সরকারকেই দিতে হবে। তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি বিরোধীদলের নেতাদের দমন করার জন্য যেখানে নিয়ে টর্চার করা হচ্ছে। তার নাম দেওয়া হয়েছে আয়নাঘর। এই আয়নাঘরের হদিস  বের করতে  হবে।

বক্তারা বলেন, সরকার বিএনপিকে ধ্বংস  করার জন্য গুম খুনের রাজনীতি করছে। এ অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য লড়াই সংগ্রাম করতে হবে।

উল্লেখ্য, রাজবাড়ী জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচি  রাজবাড়ী প্রেসক্লাবের সামনে  হওয়ার কথা ছিল। পুলিশি বাধায় তারা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে।