মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় ব্যবসায়ীর জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১১৪৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের মেসার্স শাহাদত স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় একই বাজারের আয়েশা মেডিকেল হল নামে একটি ওষুধের দোকানেকে এক হাজার টাকা জরিমানা করা হয়। রোববার রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৫ ও ৫১ ধারায় এ জরিমানা আদায় করা হয়।
Tag :