Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিকাশে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ১২৭৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥

বিকাশে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তুষার কান্তি সরকার নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। বুধবার রাতে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী  শহরের বড়পুল এলাবার বাসিন্দা। রাজবাড়ী  জেলা বার এর আইনজীবী তিনি।

রাজবাড়ী ডিবি ওসি প্রাণবন্ধু  চন্দ্র বিশ^াস জানান, বিকাশে প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগ তদন্ত করতে গিয়ে জানতে পারেন বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার পেছনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে। তুষার কান্তি সরকারের নেতৃত্বে এই চক্রটি মানুষের নম্বরে কল দিয়ে নানা কৌশলে ওটিপি সংগ্রহের পর বিকাশ এবং  নগদ অ্যকাউন্ট  হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছে। এই চক্রে কাউসার মন্ডল, আশরাফুল ইসলাম, তানভীর, সোহাগসহ বেশ কয়েকজনের নাম জানা গেছে। যারা বিকাশ অ্যকাউন্টধারীদের কাছে কল করে নিজেদের বিকাশ কর্মী পরিচয় দিয়ে তাদের অ্যকাউন্ট আপডেট করা অথবা জিডি হয়েছে এমন মিথ্যা কথা বলে অ্যকাউন্টের গোপন তথ্য নিয়ে নেয়।  পরে অ্যকাউন্টে থাকা অর্থ আত্মসাৎ করে। প্রাথমিক অনুসন্ধানে এসবের সত্যতা মিলেছে। গ্রেপ্তার তুষারকান্তি সরকার পুলিশি জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে।

ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার তুষার কান্তি সরকারের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।  চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিকাশে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:২৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

জনতার আদালত অনলাইন ॥

বিকাশে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তুষার কান্তি সরকার নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। বুধবার রাতে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী  শহরের বড়পুল এলাবার বাসিন্দা। রাজবাড়ী  জেলা বার এর আইনজীবী তিনি।

রাজবাড়ী ডিবি ওসি প্রাণবন্ধু  চন্দ্র বিশ^াস জানান, বিকাশে প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগ তদন্ত করতে গিয়ে জানতে পারেন বিকাশ ও নগদের মাধ্যমে ডিজিটাল প্রতারণার পেছনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে। তুষার কান্তি সরকারের নেতৃত্বে এই চক্রটি মানুষের নম্বরে কল দিয়ে নানা কৌশলে ওটিপি সংগ্রহের পর বিকাশ এবং  নগদ অ্যকাউন্ট  হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছে। এই চক্রে কাউসার মন্ডল, আশরাফুল ইসলাম, তানভীর, সোহাগসহ বেশ কয়েকজনের নাম জানা গেছে। যারা বিকাশ অ্যকাউন্টধারীদের কাছে কল করে নিজেদের বিকাশ কর্মী পরিচয় দিয়ে তাদের অ্যকাউন্ট আপডেট করা অথবা জিডি হয়েছে এমন মিথ্যা কথা বলে অ্যকাউন্টের গোপন তথ্য নিয়ে নেয়।  পরে অ্যকাউন্টে থাকা অর্থ আত্মসাৎ করে। প্রাথমিক অনুসন্ধানে এসবের সত্যতা মিলেছে। গ্রেপ্তার তুষারকান্তি সরকার পুলিশি জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে।

ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার তুষার কান্তি সরকারের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।  চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।