Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

না ফেরার দেশে আলী হোসেন পনি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / ১১৭৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥

না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা পনি দীর্ঘদিন লিভারসহ নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর আড়াইটায় রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

আলী হোসেন পনি গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার উদ্দিন মিয়ার ছেলে। দীর্ঘদিন সপরিবারে রাজবাড়ীতে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। তার স্ত্রী জুন কক্স রাজবাড়ী সরকারি টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ যুবলীগের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

না ফেরার দেশে আলী হোসেন পনি

প্রকাশের সময় : ০৮:২৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২

জনতার আদালত অনলাইন ॥

না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা পনি দীর্ঘদিন লিভারসহ নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুর আড়াইটায় রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

আলী হোসেন পনি গোপালগঞ্জ মহকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার উদ্দিন মিয়ার ছেলে। দীর্ঘদিন সপরিবারে রাজবাড়ীতে স্থায়ীভাবে বসবাস করতেন তিনি। তার স্ত্রী জুন কক্স রাজবাড়ী সরকারি টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ যুবলীগের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।