সাংবাদিক লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৮:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১১৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এটিএন বাংলা ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিসহ বিভিন্ন দপ্তরে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন সমকালের জেলা প্রতিনিধি ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহমেদ।
বক্তারা বলেন, একটি নির্যাতিত নিপীড়িত পরিবারের পাশে দাঁড়িয়ে লিটন চক্রবর্তী প্রভাবশালীদের রোষাণলের শিকার হয়েছেন। তাকে হয়রানী করতে থানায় সাধারণ ডায়েরিসহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। এসব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে জেলার পাঁচ উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে রাজবাড়ীর পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।