অনলাইন কজলিষ্ট, জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড ও মাই কোর্ট অ্যপ এর উদ্বোধনী অনুষ্ঠান

- প্রকাশের সময় : ০৮:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১২৩৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ইউএনডিপির সহযোগিতায়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম কর্তৃক অধস্তন আদালতের জন্য প্রস্তুতকৃত অনলাইন কজলিষ্ট, জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড ও মাই কোর্ট অ্যপ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার গুলশান দি ওয়েসটিন এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী অ্যড. জুনায়েদ আহমেদ পলক কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আইন সচিব গোলাম সারোয়ার ও ইউএনডিপি র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বক্তব্য রাখেন এবং কর্মসূচির মুখ্য কারিগরী বিশেষজ্ঞ আনির চৌধুরী মুল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগার বক্তব্য রাখেন। রাজবাড়ী জেলার পক্ষে জেলা ও দায়রা জজ রুহুল আমিন, বালিয়াকান্দি সহকারী জজ মোঃ সুমন আলী, জেলা বার এসোসিয়েশনর সভাপতি এ্যাডঃ এ,টি,এম মোস্তফা এবং সম্পাদক এ্যাডঃ বিজন কুমার বোস আমন্ত্রিত হিসেবে প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে রাজবাড়ী ছাড়াও কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, রংপুর, বরিশাল, হবিগঞ্জ ও শেরপুর অংশগ্রহণ করে।