ডেঙ্গু কেড়ে নিল সদা হাস্যোজ্জ্বল সাবেক ভিপি রেজার প্রাণ
- প্রকাশের সময় : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৪৫১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি সদা হাস্যোজ্জ্বল অ্যডভোকেট রেজাউল করিম রেজা। রোববার সকালে রাজধানী ঢাকার আনোয়ার খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। রাজবাড়ী বাজারের ঐতিহ্যবাহী করিম সু হাউসের মালিক রেজা শহরের ৩ নং বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রেজাউল করিম রেজা সবার সাথে হাসিমুখে কথা বলতেন। একজন সুবক্তা, নির্লোভ ও নির্মোহ মানুষ হিসেবে পরিচিত ছিলেন সবার কাছে। তার এই অকাল মৃত্যু কেউ যেন বিশ^াসই করতে পারছে না। শোকের ছায়া নেমে এসেছে রাজবাড়ীতে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ঢাকায় পারিবারিক দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই ডেঙ্গু জ¦রে আক্রান্ত হন। ধারনা করা হচ্ছে ঢাকায় তাকে ডেঙ্গু মশা কামড়িয়েছিল। গত শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাকে ঢাকায় নেওয়া হয়।
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু বলেন, রেজা দলের জন্য নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তার মধ্যে কোনো অহংবোধ ছিলনা। আধুনিক ও প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ ছিলেন রেজা। মানুষ তাকে ভালোবাসত। রেজার মৃত্যু তাদের দলের জন্য অপূরণীয় ক্ষতি।
দুপুর ৩টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে তার লাশ রাখা হয়। বিকেল চারটায় রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল, মনোজ সাহা, রাজবাড়ী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।