মাদকবিরোধী আন্দোলনের নেতা ইয়াবাসহ গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১২৫১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ মাদকবিরোধী আন্দোলনের এক নেতা ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে রাজবাড়ী ডিবি পুলিশের হাতে। তার নাম প্রিন্স সবুজ। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলি খালকুলা গ্রামের শহিদুল শেখের ছেলে। এসময় পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলো একই উপজেলার কুরশি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আক্তার হোসেন ও কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের হানিফ আলীর ছেলে ইদ্রিস আলী। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকা থেকে হয়েছে একশ পিচ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি প্রিন্স সবুজের নেতৃত্বে জামালপুর বাজার এলাকায় মাদকবিরোধী সমাবেশ হয়। সমাবেশের ব্যানারে ‘মাদকমুক্ত সমাজ চাই, মাদক ধ্বংস করছে আমাদের সমাজকে, শিক্ষাঙ্গনকে’ এমন নানা স্লোগান লেখা ছিল। ব্যনারের নিচে লেখা ছিল গণসচেতনতায়: একেএম ফরিদ হোসেন বাবু, চেয়ারম্যান, জামালপুর ইউনিয়ন পরিষদ। তার পাশেই লেখা; প্রচারে প্রিন্স সবুজ।
রাজবাড়ীর ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র দাস জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রিন্স সবুজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভবানীপুরের একটি বাসা থেকে তিনজনকে একশ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপরজন আক্তার ওই বাসায় ভাড়া থাকতো। এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে আদালতে চালান করা হয়েছে।
এব্যাপারে জামালপুর ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু জানান, আমি আগে জানতাম প্রিন্স একজন, সবুজ একজন। এখন শুনছি প্রিন্স সবুজ একজনই। সে মাদক ব্যবসায়ী। মাদকবিরোধী সমাবেশে ব্যানারে নামের বিষয়ে জানতে চাইলে বলেন, আমি এটা পরে শুনেছিলাম। আমার নাম দিয়ে যে সে এটা করেছে তা আমার কাছে বলেও নাই। কখন কয়জন নিয়ে কীভাবে করেছে আমি তাও জানি না। আমি শুধু শুনেছি ও এটা করেছে।
এদিকে জামালপুর এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কর্মসূচীতে অংশ নেওয়া অনেকেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।