যুবকের হাত বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার র্যাবের হাতে
- প্রকাশের সময় : ০৭:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / 239
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেল স্টেশন এলাকায় রিয়াজ শেখের (২১) হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় মূল অভিযুক্ত হুমায়ন (১৮) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বুধবার (৯ মার্চ) দুপুরে র্যাব-৮ সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে কুষ্টিয়া থেকে হুমায়ুনকে এবং ফরিদপুর থেকে তার সহযোগী ফরহাদকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত হুমায়ন দৌলতদিয়া সামসু মাস্টার পাড়ার হাসেম শেখের ছেলে ও ফরহাদ একই এলাকার মো. সালেক শেখের ছেলে।
র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার জানতে পারেন গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া সামসু মাস্টার পাড়ার রিয়াজ শেখ নামের এক যুবকের হাত বিচ্ছিন্নপূর্বক তাকে হত্যার চেষ্টা করে উক্ত আসামীদ্বর। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর বিষয়টির প্রতি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব। এরই ধারাবাহিকতায় মূলহোতা হুমায়ুনকে কুষ্টিয়া এবং ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়। আসামীরা এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। আসামী হুমায়ুন শেখ বিভিন্ন সময় অসামাজিক ও সন্ত্রাসী কার্মকান্ডে জড়িত। সে নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪দিন কারাভোগ করে জামিনে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের রেলওয়ে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
গত রোববার (৬মার্চ) দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে হাত বিছিন্ন করে হুমায়ূন ও তার সহযোগী। এ ঘটনায় রিয়াজ শেখের বাবা বাবু শেখ বাদী হয়ে রাজবাড়ী রেলওয়ে থানার একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।