গোয়ালন্দে যুবকের হাত কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্ত
- প্রকাশের সময় : ০৯:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / 303
জনতার আদালত অনলাইন ॥ পূর্ব শত্রুতার জের ধরে মো. রিয়াজ শেখ (১৯) নামে এক যুবকের বাম হাতের কব্জি কেটে নিয়েছে এক দুর্বৃত্ত। রোববার সন্ধ্যার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়ার বাবু শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ হুমায়ূন (২২) নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছে। সে সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে।
জানা যায়, রিয়াজ শেখ সন্ধার দিকে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় আসে। সেখানে আগে থেকেই ওত পেতে ছিল হুমায়ুন। এসময় ধারালো অস্ত্র দিয়ে মাথা উপরে কোপ দিতে উদ্যত হয় হুমায়ুন। রিয়াজ হাত দিয়ে সেটি ঠেকাতে গেলে কোপজির উপর থেকে কেটে পরে যায়।
এসময় স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পূর্ব শত্রুতার জেরে এঘটনা ঘটিয়েছে। আমরা খবর শোনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি।