গোয়ালন্দে চার ভিক্ষুককে পুনর্বাসন
- প্রকাশের সময় : ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / 300
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দে মঙ্গলবার চার ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সিদ্ধ ডিম বিক্রির ব্যবসা করার জন্য মূলধন হিসেবে চারজনের হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন।
পুনর্বাসিত ব্যাক্তিরা হলেন, গোয়ালন্দ পৌরসভার গোয়ালন্দ বাজার এলাকার মৃত কুটি শেখের ছেলে পকলু শেখ, উজানচর ইউনিয়নের মনছের খার পাড়া গ্রামের মৃত রফিক শেখের ছেলে জয়নাল শেখ, দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামদ্দিন মোল্লার পাড়া গ্রামের রমজান আলী মোল্লার ছেলে আবু সাইদ ও ছি্িদ্দক কাজীর পাড়া গ্রামের ছবেদ প্রামানিকের ছেলে গাহের প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ন সাধারন সম্পাদক আমজাদ হোসেন ফকীর, উপজেলা সমাজ সেবা অফিসার (অ.দা) মো. মিজানুর রহমান, সমাজ সেবা অফিসের কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সাংবাদিক আজু শিকদার প্রমুখ।