দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ সারি
- প্রকাশের সময় : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / 219
জনতার আদালত অনলাইন ॥ অতিরিক্ত যানবাহনের চাপে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ভোগান্তি কমাতে যাত্রীবাহি যানবাহন ও পচনশীল পন্যবাহি ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অন্যান্য যানবহনের চালক ও সংশ্লিষ্টরা চরম দূর্ভোগের শিকার হচ্ছেন।
জানা যায়, সোমবার (৪অক্টোবর) সকাল থেকেই দৌলতদিয়া প্রান্তেই ফেরির অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। অপেক্ষমান যানবাহনগুলোর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী ও পচনশীল দ্রব্যের যানবাহনকে পার করার কারণে পণ্যবাহি ট্রাকের সংখ্যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে।
সরেজমিন সোমবার বিকেলে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত প্রায় ৫কিলোমিটার এলাকা যাত্রীবাহি বাস ও ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। সাধারন পন্যবাহি অসংখ্য ট্রাক দুই দিন আগে নদী পার হতে এসেও ফেরি নাগাল পায়নি। তাদেরকে দিনের পর দিন সিরিয়ালে অপেক্ষা করতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আরিফুল হক বলেন, বেশ কিছুদিন যাবৎ ঘাট এলাকায় যানবাহনের তেমন একটা সিরিয়াল দেখা যায়নি। তবে সোমবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতা ও গাড়ির চাপ বেশী থাকায় সিরিয়াল তৈরি হয়েছে। এছাড়াও সড়কে সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল ও ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, অতিরিক্ত যানবাহনের কারনে এ দীর্ঘ সিরিয়াল সৃষ্টি হয়েছে। যানযট নিরসনে এ নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সিরিয়ালে থাকা যানবাহনগুলো নদী পারাপার করা সম্ভব হবে।