কেকেএস এর উদ্যোগে দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত জনগণের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ
- প্রকাশের সময় : ০৮:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / 298
বিএইচএডাব্লিউআর এর সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) দৌলতদিয়ার বুধবার সকালে সুবিধা বঞ্চিত জনগণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেকেএস এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, বিএইচ-এডাব্লিউআর (প্রতিনিধি) লুথার দাস, সেভ দ্য চিলড্রেন গোয়ালন্দ শাখার ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন শাহাদত হোসেন, ক্রেডিট কো-অর্ডিনেটর, (কেকেএস), এইচ আর কর্মকর্তা অনিন্দ কুন্ডু, আমজাদ হোসেন, পিআইসি কর্মকর্তা, প্রদীপ প্রকল্প, কেকেএস, পথিক পাল – প্রকল্প কর্মকর্তা, কেকেএস -–ওয়াই মুভস।
অনুষ্ঠানের শুরুতেই ফকীর জাহিদুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যে বলেন, দৌলতদিয়ায় নদী ভাঙ্গনে সর্বহারা মানুষরা আজ করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি অসহায়, ব্রোথেলের মায়েরা তেমনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। সাইফুল ইসলাম খান সেলিম বলেন, কেকেএস দীর্ঘ দিন ধরে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে, তাদের ছেলে মেয়েদের মানুষ করার পিছনে কেকেএস এর অবদান অনেক । তিনি লুথার দাস কে ধন্যবাদ দেন এই রকম একটা মহৎ কাজে কেকেএস কে সহযোগিতা করার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, এই রকম একটা কাজ করার জন্য কেকেএস কে ধন্যবাদ। তিনি দাতা সংস্থার কাছ থেকে আরো সহযোগিতা আশা করেন। তিনি একজন উপকার ভোগীর কাছ থেকে তাদের মনের আকাংখা জানতে চান যে এই ত্রান পেয়ে তাদের কেমন লাগছে। একজন উপকার ভোগী বলেন আমরা খুব কষ্টে ছিলাম, এই ত্রাণ পেয়ে আমাদের অনেক উপকার হলো। তিনি তার মেয়ের পড়াশুনার খরচ চালাতে পারছেন না। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে সহযোগিতা করার আশ^াস দেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, আমি সবসময় এই মানুষ গুলোর কথা ভাবি তারা কেমন আছে, তাদের দিন কেমন কাঁটছে। কিছু দিন আগেও আমি এখানে ত্রাণ বিতরণ করেছি নদী ভাঙ্গন মানুষের মাঝে কম্বল দিয়েছি, আপনারা দোয়া করেবেন যেন আরো সহযোগিতা আমরা আপনাদের করতে পারি। পরিশেষে আরো বড় পরিসরে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে সবাই কে ধন্যবাদ দিয়ে সভার কাজ সমাপ্তি করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো-২০ কেজি চাউল, ৩ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম গুড়া দুধ, ৩পিচ গোছলের সাবান, ৩ পিচ কাপড় কাঁচার সাবান, নগদ ৫০০ টাকা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোজাফ্ফর হোসেন, অডিট এন্ড মনিটরিং অফিসার, কেকেএস।
প্রেস বিজ্ঞপ্তি