উধাও স্বাস্থ্যবিধি ॥ যাত্রীর ঢল দৌলতদিয়া ফেরি ঘাটে
- প্রকাশের সময় : ১২:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১২১৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ১ আগস্ট থেকে শিল্প কল কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ফেরিতে নদী পার হচ্ছে শত শত মানুষ। শনিবার সকাল থেকেই এমন দৃশ্য দেখা গেছে দৌলতদিয়া ফেরি ঘাটে।
জানা গেছে, কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকলেও রিক্সা, মোটরাসাইকেল, অটোরিক্সাসহ ত্রিচক্রযান ভাড়া করে মানুষ দৌলতদিয়া ঘাটে এসে উঠছে ফেরিতে। গাদাগাদি করে ফেরিতে দাঁড়িয়ে পার হয়েছে পদ্মা নদী। এসময় অনেকের মুখে মাস্ক ছিলনা। ফেরিতে ভিড় এতোটাই বেশি যে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো উপায় নেই। যাত্রীদের সাথে পার হচ্ছে পণ্যবাহী যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যম্বুলেন্সও।
ডবআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাবউদ্দিন জানান, ১৬টি ফেরির মধ্যে আটটি ফেরি চালানো হচ্ছে। যাত্রীর চাপ বেড়ে গেলে ফেরির সংখ্যাও বাড়ানো হবে।