নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থার উদ্যোগে ২১টি মসজিদে মাস্ক বিতরণ
- প্রকাশের সময় : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১১৮৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মানুষকে মাস্ক পড়তে উৎসাহিত করার অংশ হিসেবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ২১টি মসজিদে মাস্ক বিতরণ করেছে ফেইসবুক ভিত্তিক গ্রুপ নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা।
শুক্রবার জুম্মার পুর্বে গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফ হাসানের নির্দেশনায় ২১টি মসজিদে মাস্ক পৌছে দিয়েছে গ্রুপের উদ্যোক্তা তুহিন, সাঈদ, বিপ্লব, সাইফুল, সজিব, সজলসহ অন্যান্যরা।
নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা প্রতিষ্ঠাতা সাইফ হাসান বলেন, আমরা আজ ২১টি মসজিদে মাস্ক বিতরণ করেছি। বাকী মসজিদেও মাস্ক পৌছে দেওয়া হবে। এ গ্রুপটি নারুয়া ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না এমন লোকদেরকে সহযোগিতায় এগিয়ে আসবো। আগামীতে এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক, সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করবো আশা রাখি। এলাকার চাকুরীজীবি, প্রবাসীদের সহযোগিতায় আমরা এ কাজ চালিয়ে যাচ্ছি।