Dhaka ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটের সমস্যা দ্রুত সমাধান করা হবে-বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • / 441

জনতার আদালত অনলাইন ॥ ‘গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাট এলাকায় নদী ভাঙনসহ প্রাথমিক যে সমস্ত সমস্যা গুলো রয়েছে তা অস্থায়ীভাবে দ্রুত সমাধান করা হবে। জিও ব্যাগ ও জিওটিউব ব্যবহার করে আমরা যতটুকু পারি তীর রক্ষার চেষ্টা করবো। এ জন্যই আমরা সরেজমিন ঘাট এলাকা পরিদর্শন করতে এসেছি।’ সোমবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দৌলতদিয়া ঘাটের সমস্যা স্থায়ী ভাবে সমাধানের জন্য ইতিমধ্যে সরকার প্রকল্প গ্রহন করেছে। আগামী ২ বছরের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটকে একটি অত্যাধুনিক নৌবন্দর হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার (১২ জুলাই) ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় ভাঙ্গন কবলিত লঞ্চঘাট সহ বন্ধ হয়ে যাওয়া ১, ২ ও চালু থাকা ৩, ৪, ৫, ৬ ও ভাঙ্গন কবলিত ৭ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য নদী ভাঙ্গনে লঞ্চঘাট হতে ১ নং ফেরিঘাট এলাকার মধ্যে ৩ টি পয়েন্টে অন্তত ৫০ মিটার এলাকার জিও ব্যাগ ধ্বসে গেছে। এতে করে ওই এলাকায় বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হয়েছে। হুমকির মুখে পড়েছে ফেরিঘাটসহ সংলগ্ন মজিদ শেখের পাড়ার দেড় শতাধিক পরিবার। এছাড়া ৭ নং ঘাট ও ঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়ার অর্ধশত পরিবারও চরম হুমকিতে রয়েছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল জানান, দৌলতদিয়ার লঞ্চঘাট, ফেরিঘাট ও ঘাট সংলগ্ন কয়েকটি গ্রাম এবং ঘাটের উজানে আরো কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে এখনি কার্যকর ব্যবস্থা গ্রহন করা জরুরী।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়া ঘাটের সমস্যা দ্রুত সমাধান করা হবে-বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান

প্রকাশের সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ ‘গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাট এলাকায় নদী ভাঙনসহ প্রাথমিক যে সমস্ত সমস্যা গুলো রয়েছে তা অস্থায়ীভাবে দ্রুত সমাধান করা হবে। জিও ব্যাগ ও জিওটিউব ব্যবহার করে আমরা যতটুকু পারি তীর রক্ষার চেষ্টা করবো। এ জন্যই আমরা সরেজমিন ঘাট এলাকা পরিদর্শন করতে এসেছি।’ সোমবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দৌলতদিয়া ঘাটের সমস্যা স্থায়ী ভাবে সমাধানের জন্য ইতিমধ্যে সরকার প্রকল্প গ্রহন করেছে। আগামী ২ বছরের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটকে একটি অত্যাধুনিক নৌবন্দর হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার (১২ জুলাই) ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় ভাঙ্গন কবলিত লঞ্চঘাট সহ বন্ধ হয়ে যাওয়া ১, ২ ও চালু থাকা ৩, ৪, ৫, ৬ ও ভাঙ্গন কবলিত ৭ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য নদী ভাঙ্গনে লঞ্চঘাট হতে ১ নং ফেরিঘাট এলাকার মধ্যে ৩ টি পয়েন্টে অন্তত ৫০ মিটার এলাকার জিও ব্যাগ ধ্বসে গেছে। এতে করে ওই এলাকায় বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হয়েছে। হুমকির মুখে পড়েছে ফেরিঘাটসহ সংলগ্ন মজিদ শেখের পাড়ার দেড় শতাধিক পরিবার। এছাড়া ৭ নং ঘাট ও ঘাট সংলগ্ন সাত্তার মেম্বার পাড়ার অর্ধশত পরিবারও চরম হুমকিতে রয়েছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল জানান, দৌলতদিয়ার লঞ্চঘাট, ফেরিঘাট ও ঘাট সংলগ্ন কয়েকটি গ্রাম এবং ঘাটের উজানে আরো কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে এখনি কার্যকর ব্যবস্থা গ্রহন করা জরুরী।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।