রাজবাড়ীতে দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে রেডক্রিসেন্ট
- প্রকাশের সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / 466
জনতার আদালত অনলাইন : মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের জন্য নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে রেডক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিট। প্রতিদিন রান্না করা খাবার, এ্যম্বুলেন্স সার্ভিসসহ আগামীতে অক্সিজেন সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
এরই অংশ হিসেবে সোমবার গোয়ালন্দে ২য় দিনের মত ৩৫০জন হত দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। এদিন গোয়ালন্দ পৌরসভার বিন্দু পাড়া, দেবগ্রামের আদর্শ গ্রাম ও দৌলতদিয়া সেভহোমে খাবার বিতরন করা হয়। খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান, রেডক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিটের সাধারন সম্পাক শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লা প্রমুখ।
রেডক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিটের সাধারন সম্পাক শামীমা আক্তার মুনমুন জানান, গত ২৪ জুন হতে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা শুরু করেছে রেডক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিট। এছাড়া প্রতিদিন ৩৫০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করে চলেছে। এই সেবা রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় চলছে। এ কর্মসূচী আগামী একমাস চলমান থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় এর পরেও কর্মসূচী চলমান রাখা হবে। অপরদেিক দ্রুততম সময়ের মধ্যে আমরা অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করব। এছাড়া হাসপাতালে টীকা ও স্যাম্পল টেস্টের জন্য রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নিবেদিত হয়ে কাজ করে চলেছে।
তিনি আরো বলেন, আশা রাখছি নিরবচ্ছিন্ন এই সেবার মাধ্যমে করোনাকালিন এই দুর্যোগে কিছুটা হলেও মানুষ উপকৃত হবে।