গোয়ালন্দে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- প্রকাশের সময় : ০৯:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / 617
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শনিবার সন্ধ্যায় ১কেজি গাঁজাসহ মো. রাজিব বেপারী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা
গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আরেক মাদক ব্যবসায়ী মো. দুলাল (৪১) পালিয়ে যায়। রোববার (২৩ মে) সকাল ১০টায় এক এজহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বার পাড়ার মো. আলতাফ বেপারীর ছেলে। পলাতক আসামী একই ইউনিয়নের ছাত্তার মেম্বার পাড়া বাইপাস সড়ক এলাকার মৃত ইরফানের ছেলে মো. দুলাল। জেলা ডিবি পুলিশের ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন
সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়ক সংলগ্ন বাহিরচর ছাত্তার মেম্বার পাড়া এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী মো. দুলালের বসত বাড়িতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মো. রাজিব বেপারীকে গ্রেফতার করা হয়। পলাতক আসামী দুলালের বিরুদ্ধে এ মামলা ছাড়াও একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহমেদ বাদী হয়ে শনিবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামীকে হস্তান্তর করা হয়েছে।