Dhaka ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • / 342

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলায় ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামে রোববার সকালে ইয়াছমিন আক্তার (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় নাজমুল হাসান হৃদয়ের স্ত্রী ও নোয়াখালী জেলার লক্ষীপুরের ইচমাইল শেখের মেয়ে।

গৃহবধুর স্বামী জানান, ১ বছর আগে ভালবেসে তারা বিয়ে করেন। তিনি ঢাকায় টেইলার্সে কাজ করেন। ঈদের আগের দিন আমি বাড়ি আসেন। বাড়ি আসার পর থেকেই সে তার বাবার বাড়ি নোয়াখালীতে যাওয়ার জন্য বলতে থাকে। লকডাউনের কারণে যাতায়াতে সমস্যা থাকায় তাকে নিষেধ করি। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ১২ টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখি সে ঘরের বারান্দার আড়ার সাথে ঝুঁলে আছে। তা দেখে তিনি চিৎকার দিলে পরিবারের অন্যান্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এর আগেই তার মৃত্যু হয়। রাতের যে কোন সময় সে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলায় ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামে রোববার সকালে ইয়াছমিন আক্তার (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় নাজমুল হাসান হৃদয়ের স্ত্রী ও নোয়াখালী জেলার লক্ষীপুরের ইচমাইল শেখের মেয়ে।

গৃহবধুর স্বামী জানান, ১ বছর আগে ভালবেসে তারা বিয়ে করেন। তিনি ঢাকায় টেইলার্সে কাজ করেন। ঈদের আগের দিন আমি বাড়ি আসেন। বাড়ি আসার পর থেকেই সে তার বাবার বাড়ি নোয়াখালীতে যাওয়ার জন্য বলতে থাকে। লকডাউনের কারণে যাতায়াতে সমস্যা থাকায় তাকে নিষেধ করি। এ নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ১২ টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখি সে ঘরের বারান্দার আড়ার সাথে ঝুঁলে আছে। তা দেখে তিনি চিৎকার দিলে পরিবারের অন্যান্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এর আগেই তার মৃত্যু হয়। রাতের যে কোন সময় সে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।