google.com, pub-6890555873338496, DIRECT, f08c47fec0942fa0
Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হিন্দু যুবকরা উদ্যোগি হয়ে শতাধিক পরিবারকে দিল ঈদ উপহার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / 503

জনতার আদালত অনলাইন ॥ করোনার মহামারিতে অনেকেই কর্মহীন। ঈদও সমাগত। কিন্তু তাদের ঘরে নেই ঈদ আনন্দ। এমন শতাধিক পরিবারকে ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী দিয়েছে  রাজবাড়ী শহরের কয়েকজন হিন্দু যুবক। সোমবার বিকেলে রাজবাড়ী শহরের পৌর প্রাথমিক বিদ্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। খেটে খাওয়া অথচ বর্তমানে কর্মহীন এসব পরিবার ঈদ সামগ্রী পেয়ে যারপরনাই খুশী। এসব উপহার সামগ্রীতে রয়েছে চিনি আতপ চাল, তেল, চিনি, দুধ, আলু,  লবণ ও সেমাই।

উদ্যোগি  যুবকরা হলেন বিপ্লব সাহা, রঞ্জন নাগ, রতন দাস, সুমন দাস, গৌতম দাস, রাজেস দাস, নারায়ণ বিশ^াস, খোকন দাস, উত্তম দাস, গৌড় চাঁদ, সমর কর্মকার, সরজিৎ শীল, দেবজ্যোতি নাগ, স্বজন দাস, আকাশ দাস, কালীদাস, সিল্টু দত্ত, উৎপল সাহা।

উদ্যোগি বিপ্লব সাহা বলেন, আমরা বিশ^াস করি-ধর্ম যার যার উৎসব সবার। আমাদের ক্ষুদ্র উদ্যোগে যদি কারও মুখে হাসি ফোটে সেটাই সবচেয়ে বড় পাওয়া। এভাবে সকলে চিন্তা করলে দুস্থরা  আর দুস্থ থাকবেনা। সবাই ঈদের আনন্দ করতে পারবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হিন্দু যুবকরা উদ্যোগি হয়ে শতাধিক পরিবারকে দিল ঈদ উপহার

প্রকাশের সময় : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥ করোনার মহামারিতে অনেকেই কর্মহীন। ঈদও সমাগত। কিন্তু তাদের ঘরে নেই ঈদ আনন্দ। এমন শতাধিক পরিবারকে ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী দিয়েছে  রাজবাড়ী শহরের কয়েকজন হিন্দু যুবক। সোমবার বিকেলে রাজবাড়ী শহরের পৌর প্রাথমিক বিদ্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। খেটে খাওয়া অথচ বর্তমানে কর্মহীন এসব পরিবার ঈদ সামগ্রী পেয়ে যারপরনাই খুশী। এসব উপহার সামগ্রীতে রয়েছে চিনি আতপ চাল, তেল, চিনি, দুধ, আলু,  লবণ ও সেমাই।

উদ্যোগি  যুবকরা হলেন বিপ্লব সাহা, রঞ্জন নাগ, রতন দাস, সুমন দাস, গৌতম দাস, রাজেস দাস, নারায়ণ বিশ^াস, খোকন দাস, উত্তম দাস, গৌড় চাঁদ, সমর কর্মকার, সরজিৎ শীল, দেবজ্যোতি নাগ, স্বজন দাস, আকাশ দাস, কালীদাস, সিল্টু দত্ত, উৎপল সাহা।

উদ্যোগি বিপ্লব সাহা বলেন, আমরা বিশ^াস করি-ধর্ম যার যার উৎসব সবার। আমাদের ক্ষুদ্র উদ্যোগে যদি কারও মুখে হাসি ফোটে সেটাই সবচেয়ে বড় পাওয়া। এভাবে সকলে চিন্তা করলে দুস্থরা  আর দুস্থ থাকবেনা। সবাই ঈদের আনন্দ করতে পারবে।