Dhaka ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে প্রায় সোয়া কেজি স্বর্ণসহ দুই পাচারকারী গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / 523

জনতার আদালত অনলাইন ॥  গোয়ালন্দে ১ কেজি ২১০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ স্বর্ণ চোরাকারবারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর এ তথ্য নিশ্চিত করেন। স্বর্ণালংকারগুলোর বর্তমান বাজার মূল্য ৬৬ লক্ষ ৯৫ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরের ২০ নম্বর রোডের ১১নং বাসার ক্ষিতীন্দ্র চন্দ্র দত্তের ছেলে গৌরাঙ্গ দত্ত (৪৫) ও  ব্রাক্ষণবাড়িয়া পৌর ৫নং ওয়ার্ডের কাজিপাড়া (বনিকপাড়া)র মৃত দীনেশ চন্দ্র বনিক ওরফে রমেশ বনিকের ছেলে তাপস বনিক (৫৫)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে এ স্বর্ণলঙ্কারগুলো উদ্ধার করি। এ সময় স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার দায়ে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, স্বর্ণালঙ্কারগুলোর বিষয়ে ধৃত আসামীরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এগুলো ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা হয়েছে বলে তারা স্বীকার করেছেন। গোয়ালন্দ মোড় হতে রিক্সাযোগে আসামী তাপস শুক্রবার বেলা সোয়া ২ টার দিকে স্বর্ণালংকারগুলো নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে আসছিল। আমরা গোপন সংবাদ পেয়ে তাকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় আটক করি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর আসামি ও তার সহযোগী গৌরাঙ্গকে বিকেল সাড়ে ৫ টার দিকে ফেরিঘাট এলাকা থেকে আটক করি। এসময় তিনি আরো জানান, আটককৃতদের জব্দকৃত স্বর্ণালংকারের বৈধ কাগজ-পত্র প্রদর্শণের জন্য সময় দিলেও তারা তা প্রদর্শনে ব্যর্থ হন। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এস আই মাছরুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার আসামিদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে প্রায় সোয়া কেজি স্বর্ণসহ দুই পাচারকারী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১

জনতার আদালত অনলাইন ॥  গোয়ালন্দে ১ কেজি ২১০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ স্বর্ণ চোরাকারবারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর এ তথ্য নিশ্চিত করেন। স্বর্ণালংকারগুলোর বর্তমান বাজার মূল্য ৬৬ লক্ষ ৯৫ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরের ২০ নম্বর রোডের ১১নং বাসার ক্ষিতীন্দ্র চন্দ্র দত্তের ছেলে গৌরাঙ্গ দত্ত (৪৫) ও  ব্রাক্ষণবাড়িয়া পৌর ৫নং ওয়ার্ডের কাজিপাড়া (বনিকপাড়া)র মৃত দীনেশ চন্দ্র বনিক ওরফে রমেশ বনিকের ছেলে তাপস বনিক (৫৫)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে এ স্বর্ণলঙ্কারগুলো উদ্ধার করি। এ সময় স্বর্ণ পাচারের সাথে জড়িত থাকার দায়ে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, স্বর্ণালঙ্কারগুলোর বিষয়ে ধৃত আসামীরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এগুলো ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা হয়েছে বলে তারা স্বীকার করেছেন। গোয়ালন্দ মোড় হতে রিক্সাযোগে আসামী তাপস শুক্রবার বেলা সোয়া ২ টার দিকে স্বর্ণালংকারগুলো নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে আসছিল। আমরা গোপন সংবাদ পেয়ে তাকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় আটক করি। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর আসামি ও তার সহযোগী গৌরাঙ্গকে বিকেল সাড়ে ৫ টার দিকে ফেরিঘাট এলাকা থেকে আটক করি। এসময় তিনি আরো জানান, আটককৃতদের জব্দকৃত স্বর্ণালংকারের বৈধ কাগজ-পত্র প্রদর্শণের জন্য সময় দিলেও তারা তা প্রদর্শনে ব্যর্থ হন। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এস আই মাছরুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার আসামিদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।