দৌলতদিয়ায় এক কাতলের দাম সাড়ে ২৮ হাজার টাকা
- প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / 537
জনতার আদালত অনলাইন ॥ এখন প্রায় প্রতিদিনই দৌলতদিয়া ফেরি ঘাটের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। এতে খুশি জেলে ও দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ীরা।
শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিপ্লব হলদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক কাতল।
পড়ে মাছটি ওই জেলে দৌলতদিয়া ঘাটের মোঃ কেসমত মোল্লার অাড়তে বিক্রি করতে অানলে ডাকের মাধ্যমে একটু লাভের অাশায় ১ হাজার ৪শ টাকা কেজি দরে ২৬ হাজার ৬শ টাকায় মাছ কিনে নেন ঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা। পড়ে তিনি মাছটি রশি দিয়ে ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখেন।
এ সময় মাছটি এক নজর দেখতে ভির করেন স্থানীয় উৎসুক জনগণ।
মাছ ব্যাবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা ও যমুনার মোহনায় বিপ্লব হলদার জাল ফেলে। এ সময় তার জালে বড় ওই কাতল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে অানলে ডাকের মাধ্যমে ১ হাজার ৪শ টাকা কেজি দরে ২৬ হাজার ৬শ টাকায় মাছটি কিনে ১ হাজার ৫শ টাকা কেজি দরে সাড়ে ২৮ হাজার টাকায় ঢাকায় বিক্রি করেছেন। এখন প্রায় নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।